৪৫তম বিসিএস পরীক্ষা : সাধারণ জ্ঞান-বাংলাদেশ বিষয়াবলী
- ২৬ জানুয়ারি ২০২৩, ০০:০৫
সুপ্রিয় ৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান- বাংলাদেশ বিষয়াবলী’ থেকে আরো ৭টি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আশাকরি তোমরা লেখাগুলো সংগ্রহ করে রাখবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নেবে।
১. বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাতে?
ক. তৈরি পোশাক
খ. পাট
গ. গম
ঘ. চা
উত্তর: ক. তৈরি পোশাক।
২. পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে?
ক. চাঁদপুর
খ. গোয়ালন্দ
গ. ভোলা
ঘ. মুন্সিগঞ্জ
উত্তর: খ. গোয়ালন্দ।
৩. ‘সোয়াচ অব গ্রাউন্ড’ কোথায় অবস্থিত?
ক. যমুনা নদীতে
খ. বঙ্গোপসাগরে
গ. মেঘনার মোহনায়
ঘ. সন্দ্বীপ চেনেল
উত্তর: খ. বঙ্গোপসাগরে।
৪. বাগদা চিংড়ি কোন দশক থেকে রপ্তানি হিসেবে স্থান করে নেয়?
ক. পঞ্চাশ দশক
খ. ষাট দশক
গ. সত্তর দশক
ঘ. আশির দশক
উত্তর: ঘ. আশির দশক।
৫. বাংলাদেশে বেসরকারি টিভি চ্যানেলের সংখ্যা কত?
ক. ২৫ খ. ২৭ গ. ৩৬ ঘ. ৪১
উত্তর: ঘ. ৪১।
৬. প্রান্তিক হ্রদ কোন জেলায় অবস্থিত?
ক. রাঙ্গামাটি
খ. খাগড়াছড়ি
গ. বান্দরবান
ঘ. সিলেট
উত্তর: গ. বান্দরবান।
৭. বাংলাদেশের ইউনিয়ন পরিষদের সংখ্যা কত?
ক. ৪৫৫০টি
খ. ৪৪৫০টি
গ. ৪৬৫০টি
ঘ. ৪৭৫০টি
উত্তর: ক. ৪৫৫০টি।